কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২
শেয়ার :
কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

বিলুপ্তির আড়াই মাসের বেশি সময় পর আজ সোমবার কুড়িগ্রাম জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক এবং সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্যসচিব করে এই কমিটি ঘোষণা করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, শফিকুল ইসলাম বেবুকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ও তাসভীর উল ইসলাম সদস্য করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৬ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। 

তার আগে ২০১৫ সালের ৪ নভেম্বর সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ী তাসভীর উল ইসলামকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুর রহমান রানাকে নির্বাচিত করা হয়েছিল। তবে তাসভীর নতুন কমিটিতে স্থান পেলেও বাদ পড়েছেন রানা।