পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক আটক
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার দিকে নাজিরপুর থানা পুলিশের এসআই সরোয়ার হোসেনের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর টু গোপালগঞ্জ মহাসড়কের চিথলিয়ায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।
গতকাল রাত ৮টার দিকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান নাজিরপুর থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে আসছেন বা কারা এনেছেন সে বিষয় এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ্যমে এখানে এসেছে এবং কেন আসছে। আমরা তা অচিরেই খুঁজে বের করতে পারব বলে আশা করি।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান জানান, আটককৃত দুই রোহিঙ্গা যুবককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।