রাতে গিয়েছিলেন মাহফিলে, সকালে মিলল যুবকের ঝুলন্ত লাশ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, গতকাল রাতে মাহফিলে গিয়েছিলেন মো. হানিফ। এর পর আর বাসায় ফেরেননি তিনি। অবশেষে আজ সকাল সাড়ে ৭টার দিকে গাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে অবগত করে স্থানীয়রা। পরে দীঘিনালা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আমরা তথ্য পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’