ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই : খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তাদের কোনো প্রক্সি বাহিনী নেই। তার কথায়, ইরান যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তা হলে তাদের (প্রক্সি বাহিনী) প্রয়োজন হবে না। খবর আল জাজিরা।
অভিযোগ রয়েছে, মধ্যপ্রাচ্যে ইয়েমেন, লেবাননসহ বেশ কয়েকটি দেশে শিয়াপন্থি মিলিশিয়াদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে ইরান। পশ্চিমারা সব সময় তাদের ‘ইরান সমর্থিত মিলিশিয়া’ বলে উল্লেখ করে থাকে, যারা ‘প্রতিরোধ অক্ষ’ হিসেবেও পরিচিত। এ নিয়ে খামেনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন লড়াই করছে, কারণ তাদের বিশ্বাস আছে। হিজবুল্লাহ লড়াই করছে, কারণ বিশ্বাসের শক্তিই তাদের যুদ্ধের মাঠে টেনে আনে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামাস এবং (ইসলামি) জিহাদ লড়াই করছে, কারণ বিশ্বাসই তাদের তা করতে বাধ্য করছে। তারা আমাদের প্রক্সি হিসেবে কাজ করে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস