নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক

পিরোজপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯
শেয়ার :
নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক

 পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। 

আজ রবিবার সন্ধ্যার পরে নাজিরপুর থানা পুলিশের এস আই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর- ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে ফোর্স নিয়ে তাদের আটক করেন। 

আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মোঃ শফিক (২১)। 

এ বিষয়ে আজ রাত ৮ টায় নাজিরপুর থানায় এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। 

প্রেস ব্রিফিং-এ তিনি বলেন, ‘আটককৃতরা কি উদ্দেশ্যে এসেছে বা কারা এনেছে সে বিষয় এখনো নিশ্চিত করা যাচ্ছে না । তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ্যমে এখানে এসেছে এবং কেন এসেছে।’

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান জানান, আটককৃত দুই রোহিঙ্গা যুবককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।