দিল্লিতে ১৭৫ অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে পুলিশ
ভারতের রাজধানী দিল্লিতে ১৭৫ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে রাজ্য পুলিশ। তারা বলছে, এই বাংলাদেশিদের কাছে ভারতে অবস্থানের কোনো বৈধ কাগজ বা নথি ছিল না। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা আয়।
প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ নথি রয়েছে কি না পরীক্ষা করে দেখা হচ্ছে। সেই অভিযান থেকেই ১৭৫ জনকে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ কাজ করছে। আমরা পরীক্ষা করে দেখছি সবার বৈধ নথি আছে কি না। ইতিমধ্যে জেলা পুলিশ অবৈধ বাংলাদেশিদের শনাক্ত, আটক ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে দিল্লির নগর কর্তৃপক্ষও অবৈধ বাংলাদেশিদের খুঁজতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল। হাসপাতালগুলোকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক করা হয়েছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস