মেহেদির রং না শুকাতেই গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮
শেয়ার :
মেহেদির রং না শুকাতেই গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেহেদির রং না শুকাতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রোমানা খাতুন (১৯) নামের এক নববধূ। গতকাল শনিবার দুপুরে শ্বশুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। বিয়ের ২১ দিনের মাথায় নববধূ আত্মহত্যা করায় পেছনের কারণ খুঁজছেন স্বজনরা।

এদিকে একই উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুড়া গ্রামে সুমাইয়া আক্তার (২০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। তিনি গ্রামের ইকবাল মোল্লার মেয়ে। গতকাল শনিবার রাত ৯টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

থানা সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কচুবাড়ীয়া গ্রামের আরিফ শেখের মেয়ে রোমানার সঙ্গে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনা গ্রামের আবু সাঈদ মন্ডলের ছেলে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের ২১ দিনের মাথায় নববধূ কেন আত্মহত্যা করতে গেল তা পুলিশের কাছে পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।