হাসপাতালের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
তুরস্কের একটি হাসপাতালের বিধ্বস্ত হয়েছে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। এই ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ রবিবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি হাসপাতাল ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই হাসপাতালের নাম মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হসপিটাল। সেই হাসপাতাল ভবন থেকে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে দুইজন পাইলট, একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী ছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মুগলার গভর্নর ইদ্রিস আকবিক সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে চতুর্থ তলায় আঘাত আনে। তারপর নিচতলায় পরে যায়। ভবনের ভেতরে কেউ হতাহতের শিকার হয়নি। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস