ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
রাজধানীর ভাটারায় ১২ তলা ভবন থেকে পড়ে নুর আলম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর আলম চাঁদপুর কচুয়া উপজেলার চাপাতলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
নিহত নুর আলমের সহকর্মী মোফাজ্জল হোসেন বলেন, নুর আলম একজন শ্রমিক। আজ সকালের দিকে ভাটারা পপুলার গলি বি ব্লক ২২ নম্বর রোডে একটি ১২ তলা ভবনের ছাদে চেন কোপ্পা দিয়ে এসি উঠেনোর সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?