মঞ্চে উঠে যা বললেন রাহাত ফতেহ আলী খান
জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। গতকাল শনিবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এদিন বিকেল ৪টার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন।
রাত প্রায় ১০টার দিকে মঞ্চে উঠেন আয়োজনের মূল আকর্ষণ পাকিস্তানের বিশ্বখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী খান। উপস্থিত শ্রোতারা তাকে স্বাগত জানান। গায়কও তার ভক্তদের ভালোবাসার কথা জানান। মঞ্চে উঠেই গায়ক বাংলায় বলেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।’ তার এ কথার পর যেন উচ্ছ্বাসে মেতে উঠেন উপস্থিত শ্রোতারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর রাহাত ফতেহ আলী খান কণ্ঠে তোলেন ‘তু না জানে আস পাস হ্যায় খুদা’ গানটি। এরপর তিনি একে একে গেয়ে শোনান ‘সাজনা তেরা বিনা’, ‘ওরে পিয়া’, ‘জরুরি থা’, ‘মেরে রাশকে কামার’, ‘আফরিন আফরিন’সহ তার জনপ্রিয় গানগুলো। তখন স্টেডিয়ামের কানায় কানায় ভক্তদের উপচে পড়া ভিড়। ভক্তরাও মুগ্ধ তার গানের সুরে।
মাঝে ছেলে শাহজামান ফতেহ আলী খানকে মঞ্চে আহ্বান করেন রাহাত ফতেহ আলী খান। বাবার সঙ্গে তিনিও অংশ নেন গানে। ‘দমা দম মাস্ত কালান্দা’র দিয়ে রাত সাড়ে ১১টায় পরিবেশনা শেষ করেন কিংবদন্তি এই গায়ক। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন জুলহাজ জুবায়ের ও দীপ্তি চৌধুরী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট