সুপারডগকে নিয়ে ফিরছে সুপারম্যান

বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০০
শেয়ার :
সুপারডগকে নিয়ে ফিরছে সুপারম্যান

মুক্তি পেতে এখনো সাত মাস বাকী। এরই মধ্যে জেমস গান পরিচালিত নুতন সুপারম্যান সিনেমার প্রথম ট্রেইলার মুক্তি পেল।

সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট। সেই সঙ্গে 'সুপারম্যান' সিনেমা দিয়ে ডিসি স্টুডিওর নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। 

দুই মিনিটের এই ট্রেইলারে দেখা গেছে, বরফে ঢাকা পৃথিবীর কোনো এক জায়গায় সুপারম্যান এসে পড়েন। তার নাক দিয়ে রক্ত ঝরছে। তাকে জাগিয়ে তোলে ক্রিপ্টো, 'দ্য সুপারডগ'।

এছাড়া আরেকটি দৃশ্যে দেখা যায়, ভয়াবহ একটি বিস্ফোরণ থেকে এক নারীকে উদ্ধার করছে 'সুপারম্যান'রূপী করেনসওয়েটকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিনোদন প্রতিবেদনে বলা হয়, নতুন লুইস লেন হিসেবে র‍্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন এ সিনেমায়।

উল্লেখ্য, ২০১৩ সালের 'ম্যান অব স্টিল' এবং এর স্পিন অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল।

এর আগে ২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফের ফেরার ঘোষণা দিলেও জেমস গান ও প্রযোজক পিটার স্যাফরান ডিসি'র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই চরিত্রে করেনসওয়েটকে নেওয়ার ঘোষণা দেন।

এদিকে সিনেমাটি আগামী বছরের ১১ জুলাইয়ে মুক্তি পাবে বলে জানা গেছে।