ব্যবসায়ীর বাসায় ডাকাতি /
৩৫ ভরি স্বর্ণ ও ১৮ লাখ টাকা লুট
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজার এলাকায় গতকাল শনিবার ভোররাতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা নগদ ১৮ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী আব্দুর রহমান।
তার অভিযোগ, ভোর ৪টার দিকে সশস্ত্র ডাকাতরা তার রুমে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে ও পরিবারের সবাইকে জিম্মি করেন। এরপর তারা বাসার প্রতিটি রুম তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যদের একটি রুমে আটকে রাখেন।
ডাকাতদল মেয়েদের কানের দুল, নাকফুল ও গলার হার খুলে নিয়ে যান। এ ছাড়া ১৮ লাখ টাকা নিয়ে যান। ওমরাহ হজে যাওয়ার জন্য এই নগদ অর্থ বাসায় রাখা হয়েছিল বলে দাবি ব্যবসায়ী আব্দুর রহমানের।
তিনি জানান, ডাকাতির পুরো ঘটনাটি বাসার সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যা ঘটনার সময় ভোর ৪টা ১ মিনিটে রেকর্ড হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ‘ডাকাতির বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।