পারিবারিক কলহের জেরে বৃদ্ধর আত্মহত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জে এক বৃদ্ধ আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ৬৫ বছর ঊর্ধ্ব নিহত বৃদ্ধর নাম সত্তর পেদা।
গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঁচিকাঁটা ইউনিয়নের মুন্সি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সত্তর পেশায় কৃষক ছিলেন। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে রাতের খাবার না খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পরেন। এর কিছু সময় পর নিহতের পুত্রবধূ ঘরের দরজা খোলা দেখে তার স্বামীকে জানান। পরে বাড়ির সবাই খোঁজাখুঁজি করে আঙিনার পাশে থাকা আম গাছের ডালে সত্তরের মরদেহ ঝুলে থাকতে দেখেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।