বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

অনলাইন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ২১:৩৩
শেয়ার :
বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

রাজধানীর বনশ্রীতে আবাসিক একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে যানজটের কারণে তাদের কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখা।

আজ শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, ১৬ নম্বর বাসার ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভবনের প্রতিটি তলায় অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে জানাতে পারেননি তিনি।