উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
শেয়ার :
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টার শোক

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।