টঙ্গীতে মধ্যরাতে তুলার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় টঙ্গীর আউচপাড়া এলাকায় কাননের বাড়ির পাশে একটি তুলার গোডাউনে থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আশেপাশে ভবনে ছড়িয়ে পড়ার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন এর সিনিয়র স্টাফ অফিসার শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে আমাদের সময়কে বলেন, ‘টঙ্গী আউচপাড়া এলাকায় তুলার গোডাউনে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের সদস্যদের চেষ্টায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
এদিকে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।