মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮
শেয়ার :
মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর আলী আহমেদ মার্কেটে আগুন লেগেছে। 

আজ বুধবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে। আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে গজারিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গজারিয়া স্টেশন অফিসার রিফাত মল্লিক আগুনের বিষয়টি নিশ্চিত করেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।