খাদ্যের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া দরকার: সৈয়দা রিজওয়ানা হাসান
খাদ্যের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ‘কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়’ শিরোনামে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কৃষি এবং পানি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলাদাভাবে দেখার সুযোগ নেই। দেশের মানুষের প্রধান চাহিদা খাদ্য। করোনার সময় দেখা গেছে, ধান কাটার শ্রমিকের অভাবে খাদ্য সংকট তৈরি হতে পারে। তাই খাদ্যের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া জরুরি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন এখন কাজ করছে। তাদের কাছে আমাদের দাবি তুলে ধরতে হবে, যাতে খাদ্যের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাওসার আজম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্যাহ মিয়ান। প্রধান আলোচক ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।
বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ড. আলী আফজাল। এছাড়া বক্তব্য দেন কৃষিবিদ খন্দকার রাশেদ ইকবাল ও শেখ ফজলুল হক মনি।