আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব স্থগিত
আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবটি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সভায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এদেশের বিকল্পধারার স্বাধীন চলচ্চিত্রনির্মাতা ও নির্মাণকর্মীদের একটি স্বাধীন সংগঠন। প্রতি দুই বছর অন্তর বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবটির আয়োজন করে থাকে এবং প্রাণের আনন্দেই সবাই এই উৎসবে অংশ নেন। কিন্তু এবারে দেখা যাচ্ছে, কোনো কোনো মহলের অযাচিত হস্তক্ষেপের ফলে চলচ্চিত্র উৎসবটি তার নিজস্ব মূল্যবোধ ও চরিত্র হারাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের জরুরী সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তক্রমে এই উৎসবটি আপাতত: স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে অনুকূল পরিবেশে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিজস্ব ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে চলচ্চিত্র উৎসবটির আয়োজন করা হবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এরপরও কেউ যদি এই উৎসবটি আয়োজনের চেষ্টা করে থাকে তবে সে উৎসবটি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উৎসব হবে না। সেক্ষেত্রে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সকল সদস্য-সদস্যাকে সে উৎসবটি বর্জন করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে আমরা এদেশের জনগণ ও গণমাধ্যমকেও ওই চলচ্চিত্র উৎসবটিকে বয়কট করার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’