হালদা থেকে সাড়ে ১৩ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪
শেয়ার :
হালদা থেকে সাড়ে ১৩ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে বিপন্ন প্রজাতির মিঠাপানির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নদীর রাউজান অংশের আজিমের ঘাট এলাকা থেকে ভাসমান ডলফিনটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ১৩ কেজি। এটিসহ চলতি বছরে তিনটি ডলফিন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা। তাছাড়া ২০১৭ সাল থেকে চলতি বছর পর্যন্ত হালদা নদী থেকে ৪২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়, মৃত ডলফিনটির ভূড়ি বের হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক নৌযানের পাখার আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে। হালদা পাড়ের ইট ভাটাগুলোর ব্যবহৃত যান্ত্রিক নৌযান বন্ধ করলে এ সমস্যার সমাধান হবে।

হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর শাখা খালগুলোর দূষণের ফলে ডলফিন মারা যেতে পারে। হালদা জলজ বাস্তুতন্ত্রকে মাছ, ডলফিন ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দূষণসহ সবধরণের ধংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘নদীতে মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা ফোন দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মাটি চাপা দেই। আমার ধারণা, কর্ণফুলি নদীর জাহাজ অন্যান্য নৌযানের তেলের দূষণের কারণে মৃত্যু হতে পারে। হালদার মা মাছ, ডলফিন বা নদীর পরিবেশ রক্ষার জন্য পর্যাপ্ত জনবল এবং নিজস্ব নৌযান নেই। এসব ব্যবস্থা করা গেলে হালদা সুরক্ষায় কাজ করতে সহজ হবে।’