টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র -গুলিসহ যুবক আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৪
শেয়ার :
টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র -গুলিসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ায় এ অভিযান চালানো হয়।

আটক আতাহারুল হক (১৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতে টেকনাফে হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকা দিয়ে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে যাতায়তের খবরে পুলিশ অভিযান চালায়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বটতলী এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপন করে পুলিশ তল্লাশী শুরু করে। এক পর্যায়ে পূর্ব দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইক সেখানে পৌঁছালে পুলিশ থামার জন্য নির্দেশ দেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা সন্দেহজনক এক ব্যক্তি কোমরে থাকা ছোট একটি প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়।

এতে ইজিবাইকে থাকা অপর এক যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া যায় ১০ টি গুলি। পরে ঘটনাস্থলে তল্লাশি করে পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে পাওয়া যায় দেশীয় তৈররি একটি বন্দুক। 

তিনি আরও বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।