‘সিকান্দার’নিয়ে আসছেন সালমান
বলিউড সুপারস্টার সালমান খানকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ সিনেমায়। এর পর বড়পর্দা থেকে তিনি কিছুটা দূরে রয়েছেন; কিন্তু আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর ঘোষণার পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করছেন দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক এ আর মুরুগাদাস। অ্যাকশন-থ্রিলার এ সিনেমা নিয়ে এবার পর্দায় আসছেন সালমান।
সব ঠিক থাকলে আগামী বছরের ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে সালমানের জন্মদিনে বিশেষ চমক থাকছে ভক্তদের জন্য। পিংকভিলার রিপোর্ট অনুসারে- সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ভাইজানের ৫৯তম জন্মদিনে ‘সিকান্দার’-এর টিজার মুক্তি দিতে চলেছেন। খবরটি ভক্তদের মনে আনন্দের ঝড় তুলেছে। শুধু টিজার নয়, সম্ভবত ছবির ফার্স্টলুক পোস্টারও এই বিশেষ দিনে প্রকাশ করা হবে। সিনেমার অন্যতম বড় আকর্ষণ দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা। এই প্রথমবার সালমানের সঙ্গে রুপালি পর্দায় তাকে দেখা যাবে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল