যে কারণে বাদ পড়েন ঐশ্বরিয়া

বিনোদন সময় প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
যে কারণে বাদ পড়েন ঐশ্বরিয়া

বছরজুড়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন ঐশ্বরিয়া রাই। বিটাউনে চাউর হয়েছিল অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ জল্পনা। তবে সবকিছুর অবসান ঘটিয়ে সম্প্রতি এ দম্পতিকে একসঙ্গে দেখা যায়। এসবের মাঝেই এবার সামনে এলো আরেক পুরনো ঘটনা। ঐশ্বরিয়ার সঙ্গে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক মধুর ভাণ্ডারকর। সিদ্ধান্ত অনুযায়ী কাজও শুরু করে দেন; কিন্তু হঠাৎই জানতে পারেন, ঐশ্বরিয়া চার মাসের অন্তঃসত্ত্বা! পরিচালকের মাথায় তখন হাত। কারণ তিনি আগে থেকে এটা জানতেন না।

ওই সময় চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে রাখায় কটাক্ষ-অপমানের শিকার হতে হয় ঐশ্বরিয়াকে। তখনই পুত্রবধূর পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন। সাপোর্ট করে পরিচালককে বলেন, ‘আপনি জানেন ঐশ্বরিয়া বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন, তখনও সেটা জানা ছিল। আপনি বলতে চাইছেন- অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? এটা নিয়ে কথা বাড়ানোর কোনো মানে আছে বলে আমার অন্তত মনে হয় না।’

যদিও মধুর ভাণ্ডারকর স্পষ্ট জানিয়েছিলেন- সিনেমা চলাকালে সত্যি তিনি বিপদে পড়েছিলেন। কীভাবে সবটা সামলাবেন, বুঝতে পারছিলেন না। সিনেমাসংশ্লিষ্টদের সঙ্গে দেখা করার সাহসও হচ্ছিল না। ফলে অবসাদে ডুবে যান, এক পর্যায়ে সেই ছবি থেকে বাদ দেওয়া হয় ঐশ্বরিয়াকে। তার জায়গায় অভিনয় করেন কারিনা কাপুর।