আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা: উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অব. ড. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার, তবে এটা একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই। আমাদের স্বাধীনতা যুদ্ধ বিশ্বের এক শ্রেষ্ঠ ঘটনা, অনন্য উদাহরণ। আমাদের স্বাধীনতাযুদ্ধে বন্ধু দেশ হিসেবে ভারতের অবদান আমরা সম্মানের সঙ্গে মনে রাখব। তারা যদি সেটাকে তাদের ইতিহাসে ভিন্নভাবে দেখেন তবে সেটা তাদের ব্যাপার। তবে যারা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যে আহত হয়েছেন।’
উপদেষ্টা সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন। এ সময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রযোদ্ধা অংশ নেন। এ বছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সায়েম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির টুইট প্রসঙ্গে সাংবাদিকরা উপদেষ্টাকে প্রশ্ন করেন। এ সময় তিনি বলেন, ‘এটা কেবল নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। ইতিহাস বিশ্ববাসী জানেন। আমাদের লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এটি বিশ্বের বুকে একটি অসাধারণ অর্জন।’
প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি হবে বলেও মন্তব্য করেন বিগ্রেডিয়ার জেনারেল অব. ড. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘কমিশনগুলো যা তুলে এনেছে তার হিসেবে প্রয়োজনীয় সংস্কার করা হবে। সংস্কার শেষ হলে সেগুলো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আপনারা জানতে পাবেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?