তাহেরির বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আলটিমেটাম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬
শেয়ার :
তাহেরির বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আলটিমেটাম

ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তার ভক্তরা। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে ১০ দিনের মধ্যে তাহেরির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়। 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা তাহেরির বিরুদ্ধে করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন, ‘এসব মিথ্যা মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। তাহেরির বিরুদ্ধে দায়ের করা মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’ এছাড়া বক্তারা এই মামলার বিষয়ে সরকারের সুষ্ঠু তদন্ত আশা করেন।

আহলে সুন্নাত ওয়াল জামাত ভৈরব শাখার আয়োজনে এ আই এম মাহাবুব উল্লাহ আল কাদরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ভৈরব উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আল মামুন, মাওলানা উসমান গনী, মাওলানা হারুনুর রশীদ রেজভী, মাওলানা খন্দকার দীন ইসলাম ও হাজী মোহাম্মদ রুবেল হোসেনসহ আরও অনেকে।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা সালাহউদ্দিন ও মাওলানা মেশকাত রেজা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাহেরির উসকানিতে গত শুক্রবার পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরিকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।