মুরগির জীবন্ত বাচ্চা খেয়ে মারা গেলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩
শেয়ার :
মুরগির জীবন্ত বাচ্চা খেয়ে মারা গেলেন যুবক

জীবন্ত মুরগির বাচ্চা গিলে ফেলে প্রাণ গেল এক যুবকের। প্রথমে মৃত্যুর কারণ বুঝতে না পারলেও ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, মুরগির বাচ্চা গিলে ফেলার কারণেই মৃত্যু হয়েছে তার। ভারতের ছত্তিশগড়ে এই ঘটনা ঘটেছে। 

চিকিৎসকরা বলছেন, মুরগির ছানা গলায় আটকে যাওয়ায় নিঃশ্বাস নিতে পারছিলেন না আনন্দ যাদব নামে সেই যুবক। কিন্তু কেন ৩৫ বছর বয়সী আনন্দ এই কাজটি করলেন তা বলতে পারছে না কেউ।

গ্রামবাসীদের ধারণা, কুসংস্কারের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। আনন্দ বাবা হতে পারছিলেন না। সেই চেষ্টায় কারও ভুল পরামর্শে এই কাজ করে থাকতে পারেন তিনি।  

হঠাৎ করেই আনন্দের মৃত্যুতে কেউ বুঝতে পারেননি কি হয়েছে। স্বজনরা জানান, গোসল করে এসে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যান তিনি। এর আগে মাথা ঘুরাচ্ছিল বলে জানান।হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। 

প্রাথমিকভাবে ডাক্তাররা মৃত্যুর কারণ বুঝতে পারছিলেন না। এরপর ময়নাতদন্ত শুরু করেন। গলার কাছে তারা একটি মুরগি ছানাকে আটকে থাকতে দেখেন। 

ডা. সন্তু বেগ বলেন, ‘ওই ছানাটি লম্বায় ২০ সেন্টিমিটার। গলায় তা এমনভাবে আটকে ছিল যে কোনো বাতাস যাচ্ছিল না। সেকারণেই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান আনন্দ।