পাকিস্তানে চেকপোস্টে হামলা, ২ পুলিশ নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ২ পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার সকালে প্রদেশের শাংলা জেলার গুনানগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন, আলপুরি জেলার অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাসান ও প্রধান কনস্টেবল নিসার আহমেদ। এ ছাড়া আরও তিনজন কনস্টেবল নিহত হয়েছেন।
শাংলা জেলা পুলিশের মুখপাত্র উমর রেহমান বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে যে ভারী অস্ত্র দিয়েই এই হামলা চালানো হয়েছে। রকেট লাঞ্চার ও হ্যান্ড গ্রেনেড ছিল তাদের কাছে। এ জন্য চেকপোস্টের দেয়াল দ্রুত ধসে পড়ে। তার নিচে চাপা পড়ে এক কনস্টেবল মারা যান।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আহতদের বাট্টাগ্রামের সদর দপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলা বেড়েই চলেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ১০ মামে ১৫৬৬ টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৪৮টিই খাইবার পাখতুনখোয়ায়। সেখানে প্রাণ হারিয়েছে ৫৮৩ জন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস