‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে কেন গায়নি আর্টসেল

বিনোদন প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫০
শেয়ার :
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে কেন গায়নি আর্টসেল

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে গতকাল সোমবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট। এদিন লাখও মানুষের ঢল নেমেছিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সবেশেষে নগরবাউল জেমসের মনমুগ্ধকর পরিবেশনার মধ্যদিয়ে কনসার্টের ইতি টানা হয়। আর শুরুটা হয়েছিল বর্ষীয়ান সংগীতশিল্পী খুরশিদ আলমের গান দিয়ে।

কনসার্টে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা এলেও, পারফর্ম করতে দেখা যায়নি ব্যান্ডদল আর্টসেলকে। যদিও ব্যাকস্টেজে উপস্থিত ছিল ব্যান্ডটি। এ নিয়ে কনসার্টে আগত ভক্ত-অনুরাগীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে অবশ্য কনসার্ট শেষ হওয়ার পরপরই একটি পোস্ট দেয় আর্টসেল। দলটির পক্ষ থেকে বলা হয়, ‘কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায়, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অর্গানাইজাররা। যার কারণে আজকে আর্টসেল নির্ধারিত সময়ে শোতে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি।’

অনুরাগীদের উদ্দেশে তাদের বার্তা এমন- ‘আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে।’

সঙ্গে এও বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে সংগীতপ্রেমী বাঁধভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক। আর সবাইকে আর্টসেল’র পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে তারা।

উল্লেখ্য, মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এই বিজয় কনসার্টের আয়োজক ছিল ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এদিন খুরশিদ আলম-জেমস ছাড়াও পারফর্ম করেন পার্থ বড়ুয়া, আসিফ, বেবী নাজনীন, নাসিম খান, প্রীতম, ইমরান, মনির খান, কনা, চিশতী বাউল প্রমুখ।

ব্যান্ডের মধ্যে ছিল ডিফারেন্ট টাচ, সোনার বাংলা সার্কাস, অ্যাভয়েড রাফা, শিরোনামহীনসহ আরও অনেকে। উপস্থাপনা করেছেন রাফসান সাবাব ও শান্তা জাহান।