‘নকশীকাঁথার জমিন’ নিয়ে সুখবর দিলেন জয়া

বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০০
শেয়ার :
‘নকশীকাঁথার জমিন’ নিয়ে সুখবর দিলেন জয়া

‘নকশীকাঁথার জমিন’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও রওনক হাসান। ছবি: সংগৃহীত

বিজয়ের দিনে, প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে ‘নকশীকাঁথার জমিন’র টিজার। এতে অভিনয় করেছেন জয়া আহসান। আগামী ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।

সরকারি অনুদানে সিনেমাটির নির্মাণ বেশ আগেই সম্পন্ন হয়েছিল। দেশ-বিদেশের বিভিন্ন উৎসবেও অংশ নিয়েছে এটি।

জানা গেছে, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

বিজয় দিবসে একটি টিজার প্রকাশ করে নিজের ফেসবুক পেজে মুক্তির তারিখ ঘোষণা করেন জয়া। যেখানে তিনি লেখেন, ‘বিজয়ের মাসের ২৭ তারিখ আসছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত আমাদের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। এই উপলক্ষে আজ (বিজয়ের দিনে) প্রথমবারের মতো ‘নকশীকাঁথার জমিন’-এর টিজার রিলিজ দেওয়া হলো …। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান।

ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে তৃতীয় পুরস্কার পায় ‘নকশী কাঁথার জমিন’।