আজ ফিফা ‘দ্য বেস্ট’ ঘোষণা

ক্রীড়া ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
আজ ফিফা ‘দ্য বেস্ট’ ঘোষণা

কয়েক সপ্তাহ আগে ‘দ্য বেস্ট’ অ্যাওয়াডের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আজ কাতারের দোহায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রশাসন।

সংক্ষিপ্ত তালিকায় থাকা ১১ জনের ৬ জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। তারা হলেন ভিনিচিয়াস জুনিয়র, জুডে বেলিংহাম, ড্যানি কারভাহাল, ফেডেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। ম্যানচেস্টার সিটির দুই ফুটবলার আর্লিং হাল্যান্ড, রদ্রি আছেন সংক্ষিপ্ত তালিকায়। এ ছাড়া বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান ওয়ার্টজ, বার্সেলোনার লেমিন ইয়ামাল ও ইন্টার মিয়ামির লিওনেল মেসি আছেন লড়াইয়ে। এ নিয়ে নবমবারের মতো ফিফার

বর্ষসেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন প্লে-মেকার। সর্বোচ্চ ৪বার এই পুরস্কার জিতেছেন তিনি। তবে এ বছর সেরার লড়াইয়ে মেসির উপস্থিতি ছিল বিস্ময়কর। এ নিয়ে ভালোই বিতর্ক হয়েছে। অথচ স্বপ্নের একটা মৌসুম পার করা ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের জায়গা হয়নি। এ বছর ব্যালন ডি’অর জিতেছেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। যদিও অনেকেই ধরে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনির হাতে উঠবে সেরার মুকুট। কিন্তু পুরস্কার ঘোষণার দিন উল্টে যায় পাশার দান। এবার ভিনি ফিফার বর্ষসেরা হতে পারেন কিনা সেটিই দেখার।