তামিমকে প্রধান নির্বাচকের পরামর্শ

ক্রীড়া প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
তামিমকে প্রধান নির্বাচকের পরামর্শ

জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। তবে বিপিএলে ফেরার প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই ওপেনার। তিনি খেলছেন চট্টগ্রাম বিভাগের হয়ে। সাত মাস পর ২২ গজের ময়দানে নেমে সন্তোষজনক পারফরম্যান্স করছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৯০ রান এসেছে তার ব্যাট থেকে। সর্বোচ্চ ৯১। তামিমের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিমের জন্য তার বার্তা- ফিটনেসে আরও উন্নতি করতে হবে।

গতকাল তিনি বলেন, ‘তামিমকে আরও শাণিত হতে হবে। ফিটনেসে আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাক্সক্ষা করবে... একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, সে নিশ্চয়ই জানে, বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শাণিত করতে হয়, প্রস্তুত করতে হয়, কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’

জাতীয় দলের টেস্ট জার্সিতে তামিম সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। একই বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন সর্বশেষ ওয়ানডে। আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কিনা, তা জানতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। গাজী আশরাফ মনে করেন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকলে দলের জন্য খুব ভালো হবে। তিনি বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন- এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি অ্যাভেইলঅ্যাবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ।’

তিনি আরও বলেন, ‘তামিমের বিষয়টা অনেক দিন ধরে... কেউ যদি আসলে নিজেকে সরিয়ে (দল থেকে) রাখে... আপনারা জানেন, আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মতপার্থক্য ছিল, অনেক বিষয় ছিল। এই নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে, তিনি ক্রিকেট মাঠে ফেরত এসেছেন।’

গাজী আশরাফ কথা বলেছেন সাকিব আল হাসানকে নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিশ^সেরা অলরাউন্ডারকে দেখা যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাটারটা। এটা (সাকিবের বর্তমান অবস্থা) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়, যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’