মোদির সঙ্গে বৈঠক

লংকান প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
মোদির সঙ্গে বৈঠক

শ্রীলংকার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। গতকাল সফরের প্রথম দিন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই নেতা বৈঠকে বসেন। শ্রীলংকার প্রেসিডেন্ট হওয়ার পর এটিই দিশানায়েকের প্রথম বিদেশ সফর। খবর ডন।

খবরে বলা হয়েছে, দ্বীপ রাষ্ট্রটির নেতৃবৃন্দ সাধারণত দায়িত্ব নেওয়ার পর আঞ্চলিক শক্তি হিসেবে ভারত সফর করে থাকেন। এ নিয়ে আবার চীনের সঙ্গে একটি টানাপড়েন রয়েছে। এদিকে নরেন্দ্র মোদি বলেন, দিশানায়েক যে প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নিয়েছেন তাতে তিনি খুশি। এতে দ্বিপাক্ষিক সম্পর্কে ‘নতুন শক্তি এবং গতি’ যোগ করবে বলেও উল্লেখ করেন মোদি।

প্রসঙ্গত, কলম্বোর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার নয়াদিল্লি। শ্রীলংকায় ভারতীয় রপ্তানির মোট অংক প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। তবে লংকান অর্থনীতিতে বৃহত্তম ঋণদাতা চীন। খবরে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম দিকে দিশানায়েক চীন সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দিশানায়েক বলেছেন, দুই বছর আগে আমরা যখন মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছিলাম সেই সময় ভারত আমাদের সহযোগিতা করেছে। তিনি আরও জানান, ভারতের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও ‘উৎসাহব্যঞ্জক আলোচনা’ করেছেন।