বঙ্গভবনে গিয়ে মোবাইল ফোন হারালেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪, ২২:৫২
শেয়ার :
বঙ্গভবনে গিয়ে মোবাইল ফোন হারালেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে মোবাইল ফোন হারালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ভাইয়ের মোবাইল ফোনটি হারিয়েছে। মির্জা আব্বাস আমাকে বলেছেন যে, তিনি যে চেয়ারে বসা ছিলেন তার পাশে চেয়ারের ওপর মোবাইল ফোনটি ছিল।’ 

রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। মির্জা আব্বাস ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, নাসির উদ্দিন অসিম ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।