বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট করতে বললেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭
শেয়ার :
বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট করতে বললেন বিজেপি নেতা

বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট ও দেশটিতে যাওয়া আটকাতে বললেন ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম নেতা ও দেশটির রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) শামীক ভট্টাচার্য। গতকাল রবিবার সংবাদমাধ্যমকে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমন।

শামীক ভট্টাচার্য বলেন, ‘এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার (বাংলাদেশ) শিল্পীদের। বাংলাদেশের শিল্পীদের এদেশে (ভারত) আসা থেকে আটকাতে হবে। প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে।’

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ফাইল ছবি

তবে বিজেপি নেতার এমন মন্তব্যে ভিন্নমত পোষণ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বাংলাদেশের সবাই তো আমাদের শত্রু  নয়। কিছু অশুভ লোক ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এই অবস্থায় ভারতের কোনো শিল্পী যদি বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায় বা আমাদের বাংলার শিল্পী বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায়, আর দর্শকও গান শুনতে প্রস্তুত থাকে, তাহলে আমরা কেন আটকাব। কেন এসব অশুভ ঘটনার সঙ্গে সংস্কৃতিকে জড়াব।’