নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ আটক ৪

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩
শেয়ার :
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ আটক ৪

সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আশ্রাউজ্জামান ইমনসহ (৩০) ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিরাব রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর এলাকার শনির হাওর থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া আশ্রাউজ্জামান ইমন উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।

আটক অন্যরা হলেন উপজেলা সদর ইউনিয়ন ঠাকুরহাটি গ্রামের শামসুল হকের ছেলে কৃষকলীগ নেতা মোরাদ মিয়া (৪৩), লোকোজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মাকসুদ মিয়া (২০), একই গ্রামের মঞ্জু আখঞ্জির ছেলে ছাত্রলীগ নেতা রাহী আখঞ্জি (২০)।

আটককের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।