মগবাজারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:২২
শেয়ার :
মগবাজারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাকিব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে ঘটনার পর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মো. রাকিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরসিয়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।  

নিহতের খালু ভ্যানচালক রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা হাতিরঝিল থানা রোডে পরিবার নিয়ে থাকি। রাকিব আমাদের বাসায় বেড়াতে এসেছিল। সে গাজীপুর এলাকায় থাকে এবং সেখানে একটি গার্মেন্টেসে হেলপার হিসেবে কাজ করতো। তার স্ত্রীর নাম শিউলি আক্তার, তাদের একমাস বয়সী কন্যা সন্তান রয়েছে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।’

রাকিব এর আগে বহু বছর মগবাজার এলাকায় ছিল বলেও জানান রাকিবুল ইসলাম। তিনি আরও বলেন, ‘রবিবার আমার বাসা থেকে সন্ধ্যায় ওই এলাকার কয়েক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় রাকিব। পরে আমাকে ফোন দিয়ে মগবাজারের মাজার গলিতে এসে দেখা করে কিছু টাকা চায়। বলে সে পার্কে ঘুরতে যাবে। আমি তাকে দু'শ টাকা দিয়ে বলি, তাড়াতাড়ি বাসায় চলে আসিস, এই বলে আমি বাসায় চলে যাই।’

‘বাসায় যাওয়ার পর রাত সোয়া ১০টার দিকে সংবাদ পাই, তাকে নাকি ওই এলাকার কয়েকজন যুবক ছুরি মেরে মডেল বাড়ি রাস্তায় ফেলে রেখেছে। এই শুনে দ্রুত সেখানে গিয়ে দেখতে পাই আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। পরে সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’, যোগ করেন নিহতের খালু। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।