কিংবদন্তি জাকির হোসেন আর নেই
বিশ্বখ্যাত তবলাশিল্পী জাকির হোসেন আর নেই। গতকাল রবিবার ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগজনিত সমস্যার কারণে তিনি সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার ম্যানেজার জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
জাকির হোসেন দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।
তবলাকে বৈশ্বিক সংগীত মঞ্চে নিয়ে যাওয়া জাকির হোসেন কিংবদন্তি আল্লাহ রাখার জ্যেষ্ঠ পুত্র। বাবার মতোই তিনি সংগীত জগতে নিজস্ব পথ তৈরি করেন এবং আন্তর্জাতিক মহলে সম্মান অর্জন করেন। ভারত ও বিশ্বব্যাপী খ্যাতিমান এই শিল্পী পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, যার মধ্যে চলতি বছরের ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি তিনটি পুরস্কার অর্জন করেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় সংগীতশিল্পী হিসেবে জাকির হোসেন ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর