টিভিতে বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
টিভিতে বিজয় দিবস

বিটিভি : রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ছবি কথা বলে’। কাজী আসাদের রচনায় এটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয়ে কাজী আসাদ, মোমেনা চৌধুরী, একে আজাদ সেতু, সালহা খানম নাদিয়া, সাব্বির আহমেদ, কবির আহমেদ, আবদুল আলিম ভিমটু, মনোয়ার হোসেন মিন্টু, তাহিয়া, মতিয়ার রহমান প্রমুখ।

চ্যানেল আই : বিকাল ৩টা ৫ মিনিটে রয়েছে তৌকীর আহমেদের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘অজ্ঞাতনামা’। অভিনয়ে মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’। সতীর্থ রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, তনয় বিশ^াস প্রমুখ।

বৈশাখী টিভি : রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘বীরাঙ্গনা’। টিপু আলম মিলনের গল্প ও আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। অভিনয়ে রওনক হাসান, অপর্ণা ঘোষ, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

বাংলাভিশন : বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের উচ্ছ্বাস’-এর দ্বিতীয় পর্ব। সাকিলা মতিন মৃদুলার উপস্থাপনায় এতে অতিথি থাকছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

মাছরাঙা টিভি : রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘শেষ প্রহর’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন শাশ^ত দত্ত, আইশা খান, আবুল হায়াত প্রমুখ।