সিরিয়ায় শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা
এক যুগের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে সিরিয়া। ৬০ লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়ে পড়েছে। কিন্তু স্বৈরশাসক বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সিরিয়ার জনগণ যেন এক নতুন দেশ পেয়েছে। গতকাল আল জাজিরার খবরে বলা হয়, বিদ্রোহীরা ক্ষমতা নেওয়ার পর সিরিয়াজুড়ে স্কুল পুনরায় খুলেছে এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যেতে শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, বাশার সরকারের পতনের পর আলেপ্পো বিশ^বিদ্যালয় খুলেছে। গতকাল প্রথমবারের মতো শিক্ষার্থীরা ক্লাস করেছে। এ ছাড়া বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা বাশার সরকারের পতন উদযাপন করে। আলেপ্পো বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে শত শত শিক্ষার্থী বিদ্রোহীদের পতাকা নিয়ে অবস্থান করেন। ভিডিওটির সত্যতা আল জাজিরা নিশ্চিত করেছে। আলেপ্পো ছাড়া রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার খবর পাওয়া গেছে। এদিকে বিভিন্ন দেশ থেকে সিরীয় শরণার্থীরা এখন দেশে ফিরতে শুরু করেছে। গতকাল তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭৬০০ জনের বেশি সিরীয় শরণার্থী সিরিয়ায় তাদের বাড়ি ফিরে গেছেন।
বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র : বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ কথা জানিয়েছেন। গতকাল বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীটি সবার আগে এগিয়ে আসে, মার্কিন কর্মকর্তারা সেই হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলছেন। যদিও তাদেরকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অতীতে অভিহিত করেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দামেস্কে তুর্কি দূতাবাস চালু : দীর্ঘ ১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। গত শনিবার (১৪ ডিসেম্বর) দামেস্কে অবস্থিত এই দূতাবাসে তুর্কি পতাকাও উত্তোলন করা হয়েছে। এর আগে ২০১২ সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
সিরিয়ায় যাচ্ছেন ফ্রান্সের কূটনীতিক : ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী মঙ্গলবার তাদের প্রতিনিধি সিরিয়া সফরে যাচ্ছেন। বাশার পতনের পর বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ শুরু করতেই তারা এ সফর করবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলের ৮০০ হামলা : বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল এখন পর্যন্ত ৮০০ হামলা করেছে। তারা সিরীয় সরকারের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করছে। গতকাল খবরে বলা হয়, হোমসে ইসরায়েলের হামলায় সামরিক বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস