কুয়াকাটায় বেড়াতে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নারীর মৃত্যু
ঢাকার গার্মেন্টস কর্মকর্তা স্বামীর সঙ্গে কুয়াকাটায় ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রিমা বেগম (৪১) নামের এক গৃহবধূ। এ দুর্ঘটনায় তার স্বামী মামুনুর রশিদ, দুই সন্তান মালিহা রশিদ (৬) ও রাইয়ান রশিদ (২) আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের চাওড়া ইউনিয়নের কালিবাড়ি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে পানিতে পড়ে যায়।
নিহত রিমা যশোর সদর উপজেলার চাচরা গ্রামের মৃত শেখ ছত্তার আলীর মেয়ে। স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্ত্রী রিমা বেগম, দুই সন্তান মালিহা রশিদ ও রাইয়ান রশিদকে নিয়ে কুয়াকাটাগামী সুরভী পরিবহনে ওঠেন গার্মেন্টস কর্মকর্তা মা. মামুনুর রশিদ। বাসটি ভোর সাড়ে ৫টার সময়ে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চাওড়া ইউনিয়নের কালিবাড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে ছিটকে পানিতে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদর ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় যাত্রীদের উদ্ধার করা হলেও ঘটনাস্থলে রিমা নিহত হন। মামুনুর রশিদ ও দুই সন্তান মালিহা রশিদ ও রাইয়ান রশিদ ও বাসের হেলপার রাজু (২৪) গুরুতর আহত হন। আহতদের মধ্য মালিহা ও রাইয়ানের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
নিহত রিমার স্বামী মামুনুর রশিদ বলেন, ‘স্ত্রী বায়না ধরেছিল সমুদ্রসৈকত কুয়াকাটায় বেড়াতে যাবে। সেখান সূর্যাস্ত ও সূর্যোদয় দেখবে। দুই সন্তান নিয়ে আনন্দ করবে, ছবি তুলবে, তার স্বপ্ন স্বপই থেকে গেল। কুয়াকাটায় আর তার বেড়ানো হল না। আমি কি জবাব দেব আমার দুই আদরের সন্তান মালিহা ও রাইয়ানের কাছে।’
রিমার নিহতের খবর পেয়ে রবিবার সকালে যশোর থেকে ছুটে এসেছেন ভাই আতিকুর রহমান আজগর। থানার সামনে বোনের নিথর দেহ পরে থাকতে দেখে কান্নায় ভেঙে পরেন। বলতে থাকেন, ‘আমার বোনটা স্বামী সন্তান নিয়ে খুব সুখেই ছিল। কেন যে আল্লায় এমন করল। দুই সন্তান রেখে ওকে নিয়ে গেল।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূ রিমা বেগমের মরদেহ তার পরিবারর কাছে আজ দুপুরে হস্তান্তর করা হয়েছে।