বাড়িতে চলছে বিয়ের আয়োজন, অন্য মেয়ে নিয়ে পালালেন বর
পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে, ঠিক হয়েছে দিনক্ষণও। বাড়ির উঠানে বানানো হয়েছে প্যান্ডেল, রান্না করতে আনা হয়ে-ছে বড় বড় পাতিল, এলাকায় ও আত্মীয় মিলে দাওয়াত দেওয়া হয়ে-ছে ৫ শতাধিক মানুষকে। বিয়ের অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এমন সময় অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন বর জিয়া।
আজ রবিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন জিয়ার বাবা আজাহার ব্যাপারী। জিয়ার ছোট বোন সোনিয়া জানিয়েছেন, আজ তার ভাইয়ের বিয়ে করতে যাওয়ার কথা ছিল উপজেলার কাকিলাবাড়ি এলাকায়। গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে পারিবারিকভাবে যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে-ছে তাদের বাড়িতে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানও করা হয়ে-ছে। কিন্তু তার ভাই পাশের গ্রামের আরেক মেয়ে নিয়ে পালিয়ে গেছেন। এ খবরে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়ে-ছে।
ফুকুরহাটি মাঝিপাড়া গ্রামের মো. লাভলু মিয়া জানায়, বরের পরিবার থেকে এলাকার ৫ শতাধিক মানুষকে বৌ ভাতের দাওয়াত দেওয়া হয়ে-ছে। গতকাল বিকেলে মেয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল বরের বাড়ির লোকজন। আজ বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার কথা কিন্তু তার আগে পাশের গ্রামের অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন বর।
ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জানান, যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাকে বিয়ে না করে অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে বর এ বিষয়টি তিনি শুনেছেন। যে মেয়েকে আজ বিয়ে করার কথা ছিল তাদের পরিবারের লোকজন তার কাছে গিয়ে তাকে বিষয়টি জানিয়েছে।