এবিএম সুমন এবার কোস্ট গার্ড অফিসার

বিনোদন প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫
শেয়ার :
এবিএম সুমন এবার কোস্ট গার্ড অফিসার

‘উপকূল’র একটি দৃশ্য

কখনো পুলিশ অফিসার আবার কখনো চৌকস গোয়েন্দা- এমন সব চরিত্রে অভিনয় করে দর্শকমন জয় করেছেন অভিনেতা এবিএম সুমন। দিয়েছেন অভিনয় দক্ষতার প্রমাণও। তারই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে আধা সামরিক বাহিনী কোস্ট গার্ডের অপারেশন অফিসার হিসেবে।

দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর গৌরবগাঁথা উঠে আসছে ‘উপকূল’ নামের একটি ফিকশনে। এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি ভোলা ও মোংলার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

নির্মাতা জানান, দেশের প্রায় সব উপকূল অঞ্চলে এর শুটিং হবে। বিশেষ দিন উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে এটি মুক্তি পাবে।

আবু হায়াত মাহমুদের কথায়, ‘একেবারে সিনেমার মতো করে শুটিং করছি। সুমনসহ আরও কয়েকজন শিল্পী এতে অভিনয় করছেন। কয়েকটি চরিত্র ঘিরে এর গল্প সাজানো হয়েছে। এই প্রথম বিশ্ববাসী দেখতে পাবেন বাংলাদেশের কোস্ট গার্ডরা উপকূলকে কীভাবে সুরক্ষিত রাখছেন।’

নির্মাতা জানান, গল্পের মধ্যে কোস্ট গার্ডের সমুদ্রে অপারেশন, উদ্ধারকার্য, সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক ও আবেগ- সবকিছুই সিনেমার মতো তুলে আনা হচ্ছে।

কাজটি প্রসঙ্গে অভিনেতা এবিএম সুমন বলেন, ‘কোস্ট গার্ড মূলত প্যারা-মিলিটারি ফোর্স। সুন্দরবনে দস্যু ধরা, সমুদ্র পেট্রোলের জাহাজ, নদীতে জেলেদের নিরাপত্তা, জলদস্যু বা চোরাচালান সবকিছুর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে তারা। এর পাশাপাশি তারা দেশের প্রয়োজনে কাজ করতে সবসময় প্রস্তুত। এই বাহিনী সবসময় ছিল, কিন্তু বেশি এক্সপোজ হয়নি। এই প্রথমবার ফিকশনালভাবে তাদের তুলে ধরা হচ্ছে। তাদের রিপ্রেজেন্ট করতে পেরে আনন্দিত লাগছে।’