ভোলায় মৃদু শৈতপ্রবাহ, কমেছে তাপমাত্রা
মৃদু শৈত্যপ্রবাহের হিম বাতাসে কনকনে শীতে কাঁপছে ভোলার মানুষ। আজ রবিবার সকাল থেকে এ শৈতপ্রবাহ শুরু হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬ টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বাতাসের আর্দ্রতা ছিলো ৯৯ শতাংশ।
ঘনকুয়াশা আর উত্তরের হিম-শীতল বাতাস শীতের তীব্রতা ক্রমেই তীব্রতর হচ্ছে। কনকনে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুপুর ১২টা পর্যন্ত দেখা মিলেনি সূর্যের আলো। ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকছে ভোলার প্রকৃতি সঙ্গে হিম বাতাস। তীব্র শীতের কষ্টে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। চারপাশ কুয়াশায় ঢাকা পড়ায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বিঘ্ন হচ্ছে নৌ যান চলাচল।
ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাহাবুবুর রহমান জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে শৈতপ্রবাহ বাড়ছে, সেই সঙ্গে ঘন কুয়াশার তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানিয়েছেন, খুব দ্রুতই উপকূলের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।