এমআরপি সংকট /
আজ থেকে এমআর পাসপোর্ট পাবেন সৌদি প্রবাসীরা
আজ থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে আবেদনকৃত প্রবাসীদের এমআরপি দেওয়া হবে।
এদিকে আগামী ২০ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় এমআরপি দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশেও এমআরপি প্রবাসীদের হাতে দেওয়া হবে।
এর আগে সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ায় সৌদি আরব ও মালয়েশিয়ায় অবস্থানরত ২৬ হাজার বাংলাদেশি কর্মীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছিল। পাসপোর্ট নবায়ন না হওয়ায় এদের অনেকেরই দেশে ফিরে আসতে হতে পারে, এমনও আশঙ্কা করা হচ্ছিল তখন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সংক্রান্ত একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার পোস্টে বলেন, ‘এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না।’
প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। পরে তিনি আজ ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার কথা জানান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বর থেকে সৌদি আরবে প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে। তবে মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে আগামী ২০ ডিসেম্বর থেকে এমআর পাসপোর্ট দেওয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশেও প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে।’