তানিয়া বৃষ্টির নতুন ৬

বিনোদন সময় প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
তানিয়া বৃষ্টির নতুন ৬

নাটকের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। অভিনয়ে নজর কেড়েছেন সব শ্রেণীর দর্শকের। তুমুল ব্যস্ততায় দিনরাত কাটাচ্ছেন। দম ফেলার ফুরসরত নেই এই অভিনেত্রীর। এক মাসের মধ্যে তানিয়া বৃষ্টির পাঁচটি নতুন নাটক ইউটিউবে মুক্তি পেয়েছে। নাটকগুলো হলো মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’, জুবায়ের ইবনে বকরের ‘আনিস সাহেব’ ও ‘পুতুলের ঘর’, ইশতিয়াক আহমেদ’র ‘ফিরে এসো অনিন্দিতা’ , মিতুল খানের ‘মরতে মরতে বেঁচে গেলাম’ ও রিপন রহমানের ‘ব্রেকআপ বাবু’। এরমধ্যে সর্বশেষ প্রকাশিত নাটক মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’।

এই নাটকটির রচয়িতাও মহিন খান। গেলো ১৩ ডিসেম্বর নাটকটি গোল্লাছুট এন্টারটেইনম্যান্ট-এ প্রকাশের পর এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স নাটকটি উপভোগ করেছেন। অন্যান্য নাটকগুলোও দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। একেকটি নাটকে তানিয়া বৃষ্টির একে রকমের চরিত্রে অনবদ্য উপস্থিতিই মূলত দর্শককে মুগ্ধ করছে। যেকোনো চরিত্রেই বৃষ্টি সহজে নিজেকে মানিয়া নিতে পারেন। নির্মাতারাও তার ওপর আস্থা রাখেন।

তানিয়া বৃষ্টি বলেন,‘ মহিন খানের সর্বশেষ নির্মিত নাটকটির জন্য প্রচারের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। এছাড়াও অন্যান্য পাঁচটি নাটকের জন্যও বেশ ভালো সাড়া মিলছে। সত্যি বলতে কী একেকটি নাটকের গল্প একেক রকম। যে কারণেই দর্শক ভিন্নতা পাচ্ছেন। প্রত্যেক পরিচালকের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা সকল নাটকের প্রযোজক, নাট্যকার’সহ সকল কলাকুশলী বৃন্দের প্রতি। অনেক ভালোবাসা আমার সকল ভক্ত দর্শকের জন্য।’

এদিকে শিগগিরই প্রচারে আসছে তানিয়া বৃষ্টি অভিনীত ‘ডিসকো বুয়া’ নাটকটি। এটি এটিএন বাংলায় শিগগিরই প্রচার শুরু হতে যাওয়া শহীদ উন নবী পরিচালিত ধারাবাহিক ‘মুসিবত আনলিমিটেড’র একটি পর্ব।