বক্স অফিসে তোলপাড় পুষ্পারাজের

মাজেদ হোসেন টুটুল
১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
বক্স অফিসে তোলপাড় পুষ্পারাজের

পুষ্পারাজ যে শুধু ফুল নয় ফায়ার- সেটা দেখা গিয়েছিল ২০২১ সালে ‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তির পর। আর এবার ‘পুষ্পা-২ : দ্য রুল’ সিনেমা পর্দায় হাজির হতেই দেখা গেল সেই ফায়ার রীতিমতো ওয়াইল্ডফায়ার। ভারতীয় সিনেমার সব রেকর্ড দুমড়েমুচড়ে নিজের করে নিচ্ছে পুষ্পারাজ। সপ্তাহান্তে হাজার কোটির মাইলফলকে পৌঁছেও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত দ্রুত হাজার স্পর্শ করতে পারেনি আর কোনো ফ্র্যাঞ্চাইজি। হয়তো অচিরেই ছাড়িয়ে যাবে দাঙ্গাল, বাহুবলী-২, আরআরআরের রেকর্ড। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘পুষ্পা-২ : দ্য রুল’ সিনেমায় পুষ্পারাজের ‘ঝুকেগা নাহি’ ডায়ালগের প্রতিফলন বাস্তবেই দেখা যাচ্ছে। সিনেমার পর্দার আসার সঙ্গে সঙ্গেই চারদিকে ধুন্ধুমার। শুধু দক্ষিণেই নয়, ভারতীয় সিনেমার সব রেকর্ডই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মাত্র ৭ দিনেই হাজার কোটি ছাড়িয়েছে পুষ্পা-২-এর আয়। বক্স অফিস ভেঙে চুরমার করে অশ্বমেধ ঘোড়ার মতো ছুটে চলেছে। একের পর এক রেকর্ড গড়ছে পুষ্পারূপী আল্লু অর্জুন ও পরিচালক সুকুমার জুটি। আল্লু অর্জুনের পুষ্পার ম্যাজিকের সামনে ফিকে শাহরুখের জওয়ান, ইয়াশের কেজিএফ, প্রভাসের বাহুবলী আর জুনিয়র এনটিআরের আরআরআর। এরই মধ্যে বেশ কিছু রেকর্ড গড়ে ফেলেছে ‘পুষ্পা-২ : দ্য রুল’। এর আগে বিভিন্ন স্বত্ব বিক্রি বাবদ এসেছিল হাজার কোটিরও ওপর। প্রভাস অভিনীত এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী ২ : দ্য কনক্লুশন বক্স অফিসে ১০ দিনে ১০০০ কোটির গণ্ডি টপকেছিল। এ ছাড়া এসএস রাজামৌলির আরআরআর হাজার কোটির গণ্ডি টপকায় ১৬ দিনে।

সচনিল্ক ডটকমের রিপোর্ট অনুসারে, পুষ্পা-২ গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ রুপি আয় করেছিল। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার দ্বিতীয় দিন ৯৩.৮, তৃতীয় দিন ১১৯.২৫ এবং রবিবার ১৪১.৫০ কোটি রুপি আয় করেছে এই ছবি। যার জেরে প্রথম চার দিনেই পুষ্পার কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটি রুপিতে। আর সোমবার শেষে ৮০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে যায় সিনেমাটি। ৬ দিনের মাথায় বক্স অফিসে হাজার কোটি ছাড়িয়ে যায়। এই ধারা অব্যাহত থাকলে ভারতীয় সিনেমার সব রেকর্ড চূর্ণবিচূর্ণ হয়ে যাবে বক্স অফিসের বস আল্লু অর্জুনের সামনে। সিনেমার সংলাপের মতো পুষ্পা আগুনে ছারখার হয়ে যাচ্ছে একের পর এক ব্লকবাস্টার ছবি। বক্স অফিসের দৌড়ে ‘বাহুবলী’, কেজিএফ-২, ‘আরআরআর’-এর মতো ছবিকে পেছনে ফেলে দিয়েছে ‘পুষ্পা-২ : দ্য রুল’। হিন্দি বলয়েও আল্লু অর্জুন ম্যাজিক অব্যাহত রয়েছে। প্রথম তিন দিনেই পুষ্পা-২-এর হিন্দি ভার্সন ছাপিয়েছে ২০০ কোটির মাইলস্টোন। আল্লু পেছনে ফেলেছেন শাহরুখ খানকে।

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া পুষ্পার সিক্যুয়েলটি অগ্রিম বুকিং থেকেই দারুণ ব্যবসার ইঙ্গিত দিয়ে রেখেছিল। অগ্রিম বুকিং থেকে ছবিটি আয় করেছিল ১০৫ কোটি রুপি। এখন পর্যন্ত সবচেয়ে বড় ভারতীয় ওপেনার ছবি হিসেবে ‘পুষ্পা ২’-এর নাম শীর্ষে উঠে এসেছে। প্রথম দিনের আয়ের হিসেবে ‘পুষ্পা-২’ সব ব্লকবাস্টার ভারতীয় ছবিকে পেছনে ফেলে দিয়েছে। মুক্তির প্রথম দিন ছবিটি সব ভাষা মিলিয়ে ভারতে রেকর্ড ১৬৫ কোটি রুপি আয় করেছে। ভারতীয় রেকর্ডের পাশাপাশি কোনো ভারতীয় সিনেমা হিসেবে বৈশ্বিক কালেকশনেও চমক দেখিয়েছে পুষ্পা-২। এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর ২২৩ কোটি ছাপিয়ে এরই মধ্যে তুলে নিয়েছে ৪৫০ কোটি রুপির মতো। এ ছাড়া আরেকটি রেকর্ড হলো, হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার সিনেমা এখন ‘পুষ্পা-২ : দ্য রুল’। মুক্তির প্রথম দিন ৬৫ কোটি রুপি আয় করে এই দৌড়ে এত দিন এগিয়ে ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি। পুষ্পা-২-এর হিন্দি সংস্করণের আয় ৬৭ কোটি রুপি। এই প্রথম কোনো দক্ষিণী ছবি হিন্দি বলয়ে এতটা সাফল্য পেল। আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মান্দানার ক্যারিয়ারের এটিই প্রথম দিনে ১০০ কোটি রুপি আয় করা সিনেমা। নির্মাতা সুকুমারও একই মাইলফলকে আছেন।

পুষ্পারাজ এতটাই উড়ছে যে, তাকে দেখতে অতিরিক্ত শোর ব্যবস্থা করতে হচ্ছে হল মালিকদের। বিভিন্ন জায়গায় ঘটেছে অনাকাক্সিক্ষত ঘটনাও। সমালোচকদের দৃষ্টিতে পুষ্পার মূল্যায়ন যে পর্যায়েই থাকুক না কেন, পারফেক্ট বিনোদন আর অ্যাকশনে ভরপুর পুষ্পা-২ কাঁপিয়ে দিচ্ছে দর্শকহৃদয়। মুক্তির প্রথম দিনই অনলাইনে পুরো সিনেমাটি ফাঁস হয়ে যায়। তার পরও আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি দর্শকদের। সপ্তাহ ধরে পুষ্পারাজে বুঁদ হয়ে আছে সিনেপাড়া।

পুষ্পারাজ চরিত্রে আল্লু অর্জুনের সাবলীল অভিনয় মনোমুগ্ধকর আর তার স্ত্রী শ্রীভাল্লিরূপী রাশমিকা মান্দানার পারফরম্যান্স মনে দাগ কেটে যায়। দক্ষিণী সিনেমায় নারী চরিত্রগুলো তেমন একটা প্রাধান্য না পেলেও পুষ্পা-২-এ পুষ্পার স্ত্রী শ্রীভাল্লি চরিত্রকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেয়ানে সেয়ানে লড়াই করেন ফাহাদ ফাসিল, যিনি অভিনয় করেন পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে। তবে পুষ্পার সিক্যুয়েলে তাকে কিছুটা ম্রিয়মাণ মনে হয়। এ ছাড়াও সুনীল, অনসূয়া ভারদ্বাজ, জগদীশ প্রতাপ, রাও রমেশসহ প্রায় সবার কাছ থেকেই সেরা অভিনয় আদায় করে নেন পরিচালক সুকুমার। পুষ্পা-২-এর অ্যাকশন আর ডায়ালগে শোরগোল ফেলে দিলেও গানগুলো দর্শকের মনমতো হয়নি বলেই অনেকে মনে করছেন। প্রথম পর্বে সামান্থার আইটেম গানটি ব্যাপক সাড়া ফেললেও এবার শ্রীলীলা তেমনভাবে সাড়া ফেলতে পারেননি। তবে সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। সিনেমায় পুষ্পা নতুন নতুন শত্রু সৃষ্টি করেছে আর শেষে রহস্য রয়ে গেছে পরিবারসহ পুষ্পার কী হয়েছে। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ‘পুষ্পা-৩ : দ্য র‌্যামপেজ’ মুক্তির আগ পর্যন্ত।