দুর্নীতিবাজদের চাবুক মারতে বললেন সাবেক বিচারপতি রউফ

অনলাইন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫
শেয়ার :
দুর্নীতিবাজদের চাবুক মারতে বললেন সাবেক বিচারপতি রউফ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘দুর্নীতিবাজদের বিচারে সামারি ট্রায়েলে প্রকাশ্যে চাবুকের আইন করতে হবে। দুই বছরের মধ্যে তিনবার চাবুকের পর দুর্নীতিবাজের সংশোধন হলে তাকে দায়মুক্তি দেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এসব কথা বলেন।

‘দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটির’ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের প্রথম সম্মেলন আজ উত্তরায় অনুষ্ঠিত হয়।

মানবসৃষ্টির উদ্দেশ্যে, দেশপ্রেম ঈমানের অঙ্গ, মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

অ্যাডভোকেট হুমায়ন কবিরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, অধ্যাপক ড. মো. শামসুদ্দিন, ড. আব্দুল হক তালুকদার, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পারভীন নাসের খান ভাসানী, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, নুরুল হুদা মিলু চৌধুরী, মো. হাবিবুর রহমান, শওকত আলী খান, আদিনা খান, সেলিনা আক্তার শ্যামলী, এ্যানী, এম এম সাদ প্রমুখ।