সবাই মিলে কোনো একটা ঘটনা ঘটাচ্ছি: বান্নাহ

বিনোদন প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩
শেয়ার :
সবাই মিলে কোনো একটা ঘটনা ঘটাচ্ছি: বান্নাহ

জুলাই-আগস্টে গণআন্দোলনের মুখে দেশ ছেড়েছেন শেখ হাসিনার সরকার। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে স্বৈরাচারী এই শাসকের অবসান হয়েছে ছাত্র-জনতার হাতে। আর এই আন্দোলনে আহত হয়েছে হাজার হাজার মানুষ। বৈষম্যবিরোধী এই আন্দোলনকে স্মৃতির পাতায় জিইয়ে রাখতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি হচ্ছে নাটক, সিনেমা, গান কিংবা তথ্যচিত্র।

তারই ধারাবাহিকতায় ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ হাজির হচ্ছেন ‘লাল জুলাই’ শিরোনামের একটি গান নিয়ে। শরীফ ওসমান হাদী, রাহাত শান্তনু ও শাফায়াত আহমদের গীতিকবিতার গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন রাহাত শান্তনু। সংগীতে আছেন রাফসান।

নির্মাতা বান্নাহ জানান, শুধু গানই নয় জুলাই-আগস্টের গণআন্দোলন নিয়ে তার বেশ কিছু কাজ সামনে আসবে। তারই একটি অংশ ‘লাল জুলাই’ গানটি, মহান বিজয় দিবসে হাজারো জনতার উপস্থিতিতে শাহবাগ জাদুঘরের সামনে গানটি উন্মুক্ত করা হবে।

মাবরুর রশিদ বান্নাহর কথায়, ‘জুলাই-২৪’র গণআন্দোলন নিয়ে কাজ করছি অনেকদিন যাবৎ। গবেষণা, ডকুমেন্টেশন চলছে। বাঁধাও পাচ্ছি পদে পদে, বিভিন্নভাবে। আশার কথা হচ্ছে, একটা কাজ প্রায় শেষ হয়েছে। কাজটা গানের। শিরোনাম “লাল জুলাই”। ইনকিলাব মঞ্চের ওসমান ভাই, জনতার কবিয়াল রাহাত ভাই, বাংলাদেশের সাবেক মেজর শাফায়েত ভাই- সবাই মিলে এক হয়ে ঘটাচ্ছি কোনো একটা ঘটনা। আমাদের এই কাজের পোস্টারটি করে দিয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম ক্রিয়েটিভ ফ্রন্ট লাইনার দেবাশীষ দাদা। সব মিলিয়ে আমরা একটা দারুণ টিম হলাম।’

নির্মাতা আরও বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশের আরেকজন দেশপ্রেমিক প্রতিবাদী সাংবাদিক কনক সারোয়ার ভাইয়ের অনুষ্ঠানে আমরা আসব। অনেক বিষয় নিয়ে কথা বলব। আমার সিনেমা নিয়ে কিছু কৌতূহলের উত্তরও হয়তো পেয়ে যাবেন অনুষ্ঠানে।’