শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা নিবেদন
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক কমিটি।
আজ শনিবার সকাল ৯টায় মিরপুরের ১ নাম্বার থেকে একটি মিছিল নিয়ে তারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘বাংলাদেশের যত সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগ কখনও ধারণ করেনি, ৭১ এর ইতিহাসকে আওয়ামী লীগ পকেটস্থ করতে চেয়েছে। যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, বুদ্ধিজীবীদের তারা মুছে ফেলতে চেয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থান এগুলো আবারও ফিরিয়ে এনেছে। আগামী দিনে অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের দরবারে তুলে ধরবে।’
এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন, তারা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আমাদের এই একতাবদ্ধতাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সরোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের মিরপুরের জোনের সদস্যরা অংশগ্রহণ করেন।