যেখানে হবে হেলাল হাফিজের জানাজা ও দাফন

অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫০
শেয়ার :
যেখানে হবে হেলাল হাফিজের জানাজা ও দাফন

কবি হেলাল হাফিজের প্রথম জানাজা আগামীকাল শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেসক্লাবে। কবির শেষ শয্যা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

আজ শুক্রবার সন্ধ্যায় হেলাল হাফিজের বড় ভাই দুলাল এ হাফিজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলা একাডেমিতে আগামীকাল শনিবার বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, দ্বিতীয় জানাজা আগামী রবিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কবি হেলাল হাফিজের মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হবে না বলেও জানান দুলাল এ হাফিজ।

যদিও কবি হেলাল হাফিজ চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে মরণোত্তর ‘দেহদানের’ ইচ্ছাপোষণ করেছিলেন। তিনি একটি গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে দেহদানের ইচ্ছা ব্যক্ত করেছিলেন।

মরণোত্তর দেহদান প্রসঙ্গে কবি বলেন, ‘আমার তো ইচ্ছে ছিল, এখনও ইচ্ছে- আমার দেহ চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে দান করে যাব। কিছু প্রিয়জন হয়ত আপত্তি তুলতে পারে। তুললেও আমি মনে করি, চিকিৎসা বিজ্ঞানের জন্য আমার দেহদান করাই শ্রেয়।’

এর আগে, আজ শুক্রবার দুপুরে সুপার হোম নামে শাহবাগের একটি হোস্টেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবি হেলাল হাফিজ। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।